বিশ্বেশ্বরী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন

মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়কের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তপন সরকার, জ্যেষ্ঠ প্রভাষক জসীম উদ্দিন, প্রভাষক সুজন সরকার, প্রভাষক মিলন মিয়া, সহকারী শিক্ষক সমীরণ তালুকদার, এডহক কমিটির সদস্য কামাল হোসেন, দ্বাদশ শ্রেণির ছাত্র জিহান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন প্রভাষক নির্মল চন্দ্র সরকার। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত ওই কলেজের একাদশ শ্রেণির ১৫০জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ