বিশ্বম্ভরপুরে মাদকসহ দুই ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
অভিযানে ১০৪ বোতল বিদেশী মদ ও ২৮৭০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাদাঘাট দক্ষিণ ও সলুকাবাদ ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযানে তাদেরকে আটক করা হয়।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকার গুচ্ছগ্রাম টু জিগাতলা বাজারগামী সড়ককের ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের মৃত দুরুজ আলীর ছেলে মোঃ হারুন অর রশিদের কাছ থেকে কার্টুন ভর্তি ১০৪ বোতল বিদেশী মদ সহ আটক করে।
অপর দিকে বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন এলাকায় ২৮৭০ পিস ইয়াবাসহ পুরানগাঁও পূর্বপাড়া মোঃ আলেপ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৯) আটক করে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করে সিলেট র্যাব-৯।
সিলেট র্যাব-৯ মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এর সত্যতা নিশ্চিত করে জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ