জগন্নাথপুরে শিক্ষকদের মানববন্ধন
- আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয় শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিগত ৫ বছরের বকেয়া ভাতা ও ৮ বছরের প্রভিডেন্ট ফান্ড পরিশোধের দাবিতে সোমবার দুপুরে মহাবিদ্যালয় গেইটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহজালাল মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল কবির, প্রভাষক মোহাম্মদ শিব্বির আহমদ, প্রভাষক রিংকর চন্দ্র রায়, প্রভাষক দেবাশীষ রায়, প্রভাষক মো. হাসানুজ্জামান খান, প্রভাষক মো. আবু তাহের রানা, প্রভাষক মাহমুদ সুলতান, প্রভাষক মির্জা আমিনুল হক, প্রভাষক মো. জহিরুল ইসলাম, প্রভাষক মো. মহিউদ্দিন, শিক্ষক জুটন তালুকদার ও প্রদর্শক মো. আমিরুল ইসলাম।
বক্তারা বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডির সহযোগিতায় অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল মতিন কর্তৃক নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। বিগত ৫ বছরের ভাতাদি প্রদান না করে তিনি বিভিন্ন ছল-চাতুরি করে আসছেন এবং কলেজ পর্ষদ থেকে প্রতিমাসে বেসিকের ১০% করে প্রত্যেক শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা থাকার কথা থাকলেও কারো ব্যাংক একাউন্টে এসব টাকা জমা হয়নি। বিধায় বিগত ৫ বছরের বকেয়া ভাতাদি ও প্রভিডেন্ট ফান্ড পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-বশিরুল ইসলাম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ