গৌরারং ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৮:০৪:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৮:০৪:৩৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ইউনিয়নের ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গৌরারং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সামছুল হক। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমদ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আ.স.ম খালিদ।
সম্মেলনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপি নেতা ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, পৌর বিএনপি নেতা আবুল করিম, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল আলিম প্রমূখ।
সম্মেলনে নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন ও ইসহাক আলী মেম্বার।
সভা সঞ্চালনা করেন গৌরারং ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব সৈয়দ ফুজায়েল কিবরিয়া।
সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর আন্দোলন করে আওয়ামী লীগকে বিদায় করেছি। দলের অযোগ্য ব্যক্তি দিয়ে নেতৃত্ব দেয়া যাবে না। তৃণমূলের নেতা-কর্মীরা হলেন দলের প্রাণ। তারা বলেন, তৃণমূল নেতা-কর্মীকে অনেকে বলবে তোমাদের কোনো কাজ নেই। আপনারা এ কথায় কান দেবেন না। কেউ কাউকে ছেড়ে যাবেন না।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় খুব শীঘ্রই নির্বাচন হবে। আমরা সবাই সক্রিয় থেকে দলের জন্য কাজ করবো। যারা দলের সুনাম নষ্ট করতে চায়, তাদেরকে ছাড় দেয়া যাবে না। আমরা ছাড় দেবো না। বক্তারা বলেন, দল যাকে প্রার্থী মনোনীত করবে, আমরা তার পক্ষে কাজ করবো। আলোচনা সভা শেষে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে কমিটি গঠন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ