বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে
- আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় করা হয়েছে। সভায় সুনামগঞ্জের ১২টি উপজেলার সকল আন্দোলনকারীরা অংশগ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের শিক্ষার্থী ইমন দোজ্জা আহমেদের সঞ্চালয়ায় সকল শহীদের স্মরণ করে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক টিমের আবু সালেহ নাসিম, আসাদুল্লাহ আল গালিব, হাসিব আল ইসলাম, দেলোয়ার হোসেন শিশির, স্থানীয় শিক্ষার্থী এন ডি উসমান গণি প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিপ্লবের পরে যখন বাংলাদেশের আইন ব্যবস্থা ভেঙে পড়ে তখন আমরা ছাত্ররা দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছি। আমরা যখন গণঅভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম তখন আমরা স্পষ্ট করেছিলাম এই ফ্যাসিবাদকে আমরা বিদায় করবো এবং ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা বিনষ্ট করবো। যতদিন না পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন ও সংগ্রাম বহাল থাকবে। এর ধারাবাহিকতায় আমরা মনে করছি প্রত্যেকটা জেলায় যারা আন্দোলনে যুক্ত ছিলো তাদের সুসংগঠিত করা জরুরি। এ জন্যই আমরা প্রত্যেকটা জেলা সফর করছি। আমরা আজকে মতবিনিময় সভা করার উদ্দেশ্য ছিল, সবার সাথে বসে সিদ্ধান্ত নেয়া- যে কিভাবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীদের সংগঠিত করে ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রিত হয়ে কাজ করা যায়।
জাতীয় নাগরিক কমিটি প্রসঙ্গে গালিব জানান, দেশপ্রেমিক মানুষদের নিয়ে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটিও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চায়। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্যই এই নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই সংগঠনটির আত্মপ্রকাশের সময় তারা বলেছে তাদের লক্ষ তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। এক ফ্যাসিস্টকে সরানোর পরে আমরা যে ব্যক্তির পরিবর্তন দেখছি তা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি সিস্টেমের পরিবর্তন। আর এই সিস্টেমের পরিবর্তনের জন্যই জাতীয় নাগরিক কমিটি কাজ করবে। আর কেন্দ্র থেকেই ঘোষণা দেওয়া হয়েছে এই নাগরিক কমিটির জেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত হবে। খুব শীগ্রই কেন্দ্রীয় কমিটি সকল জেলা-উপজেলা সফরে আসবেন এবং কমিটি দিবেন।
সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ