১২ কেজি গাঁজা উদ্ধার, ৪ নারী গ্রেফতার
- আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:৫৩:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:৫৩:৩৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন রেখা আক্তার (২৩), আকলিমা আক্তার (৩৫), বিউটি আক্তার (২৫), তিনজনই হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আলীনগর গ্রামের বাসিন্দা এবং মোছাঃ বেগম (৪০) একই থানার দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন সার্কিট হাউস গেটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চার নারী মাদককারবারিকে ঘটনাস্থল থেকে আটক করে তাদের নিকট থেকে ১২ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই সাব্বির আহসান। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই দিবাস চন্দ্র দাস, নারী কনস্টেবল শেখ মাজেদা বিনতে রউফ, কনস্টেবল শামছুল হক, কনস্টেবল জাবরুল ইসলাম ও কনস্টেবল সোহান মিয়া।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ