স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক কর্তৃক সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে তাড়ল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ৮নং তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ। কর্মশালায় তাড়ল ইউনিয়নের সিআরএ থেকে প্রাপ্ত তথ্যাবলী এবং ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনার মধ্যে বন্যার কবল থেকে হাটি সুরক্ষায় গাইড ওয়াল নির্মাণ, হাওরে বজ্রনিরোধক আশ্রয়কেন্দ্র নির্মাণ, করচ/হিজল গাছ বনায়ন, বন্যা সহনশীল ল্যাট্রিন, কাউশেড নির্মাণ, খাল খনন, রাস্তা সংস্কার, ঘরের ভিটা উঁচুকরণ, বন্যা পূর্ব-প্রস্তুতির উপর আপদকালীন পরিকল্পনা তৈরিসহ নানা বিষয়ের উপর আলোকপাত করা হয়। সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা সরকারের উন্নয়নের মূল ধারায় স¤পৃক্ত করা হলে তাড়ল ইউনিয়ন দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকরী অবদান রাখতে পারবে। কর্মশালায় সিআরএ প্রতিবেদন এবং ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা উপস্থাপন করেন দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি, ব্র্যাক, ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ধলবাজার শাখার ম্যানেজার মমিন উদ্দিন, হিসাব অফিসার নাজিম উদ্দিন, আইডিপি এর জহুর মিয়াসহ তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
দিরাইয়ে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:২৪:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:০৫:২৬ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ