জামালগঞ্জে যুবদলের সভা
- আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকত বলেছেন, দেশের জনগণ জুলুম থেকে মুক্ত হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেক নেতাকর্মী তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণে কাজ করবে। চাঁদাবাজি ও সন্ত্রাসী যারা করবে তাদেরকে কঠোরভাবে দমন করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ভীমখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আফজল হোসেন-এর সভাপতিত্বে সহ-সভাপতি এএম মাসুদ রানার পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সহ সভাপতি অ্যাডভোকেট শাহিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, শাহজাহান ইকবাল হাসান, এমদাদুল হক হিরন, মঈনুল ইসলাম, শাহ মো. লিয়াকত, সাইদুর রহমান, উত্তর ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন আহমদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ