সুনামগঞ্জ , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ! অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৬ ছাতকে রিভলবার ও বিস্ফোরক উদ্ধার আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি-না সন্দেহ আছে : রিজভী ‘ধানের শীষ’ প্রত্যাশীরা মাঠে সরব ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ সাত বছরেও শেষ হয়নি ১৩০ কোটি টাকার দুই সেতুর নির্মাণকাজ নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে : প্রধান উপদেষ্টা নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন মোহনপুর-কাঠইর সড়ক বেহাল চলাচলে ভোগান্তির শেষ নেই জেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা’ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শান্তিগঞ্জে ফলোআপ কর্মশালা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি

সংবিধান বদলাতে না দিলে আবার গণঅভ্যুত্থান হবে

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৮:০৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৮:০৬:১৬ পূর্বাহ্ন
সংবিধান বদলাতে না দিলে আবার গণঅভ্যুত্থান হবে
সুনামকণ্ঠ ডেস্ক ::
নির্বাচনের আগেই সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সারোয়ার তুষার বলেন, পরবর্তী নির্বাচন হবে নতুন সংবিধানের অধীনে। সংবিধান বদলাতে না দিলে আবার গণ-অভ্যুত্থান ঘটবে। ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই?’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন সারোয়ার তুষার। গণতন্ত্র দিবস উপলক্ষে গত সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করে জাতীয় যুবশক্তি। বর্তমান সংবিধান প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, এই মুহূর্তে যে বাহাত্তরের সংবিধানটা আছে, এটা একটা মরহুম সংবিধান। কিন্তু আমাদের দেশের স্টাবলিশমেন্ট এটা রাখবেই। রাজা মারা গেছেন, কিন্তু তার মমিটা দেখিয়ে বলা হবে, এটা জীবিত আছে। এই সংবিধান আর নাই। বর্তমান সরকার সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে গঠিত হয়েছে- এটা ধাপ্পাবাজি বলে অভিহিত করেন সারোয়ার তুষার। ১০৬ ধারার মূল বিষয় তুলে ধরে তিনি বলেন, গণ-অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এটার পরে সরকার গঠন করা যাবে কি না সেটার জন্য শেখ হাসিনার রাষ্ট্রপতি তার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছেন, যে বিচারপতি তখন পলাতক। সেই রেফারেন্সের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। মহা ধাপ্পাবাজি। এর চেয়ে বড় ধাপ্পাবাজি আর হতে পারে না। এনসিপির ওই নেতা আরও বলেন, সেই ১০৬-এর সার্টিফায়েড কপিটা কই, আমরা দেখতে চাই। কপিটা দেখান। আমাদের একটা ভীষণ বিপদের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, যেকোনো মুহূর্তে যে কাউকে দিয়ে এই সরকারের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলানো হবে। ১০৬-এর সার্টিফায়েড কপিটা আসলে কোথায়? কোনো শুনানি হয়নি। ১০৬-এর একটা বাধ্যবাধকতা আছে যে শুনানি হতে হবে। আপনারা কেউ শুনানির কথা শুনেছেন? এনসিপির নেতা বলেন, যখন জুলাই সনদের বাস্তবায়নের কথা আসছে, তাঁরা আমাদের আবার আদালত দেখাচ্ছেন। ১০৬ দেখাচ্ছেন। ১০৬ একটা সাংবিধানিক ব্যাপার। সংবিধানের অধীন একটা বিষয় দিয়ে কীভাবে অতি সাংবিধানিক বিষয়ের ফয়সালা হতে পারে? ১০৬-এর মধ্য দিয়ে জুলাই সনদ টেকানো যাবে না, পার্লামেন্টও টেকানো যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উদ্দেশে সারোয়ার তুষার বলেন, তিনি আইনের সমস্ত ধারা-উপধারা সব মুখস্থ করে ফেলছেন। আমি হয়তো আপনার মতো অত ধারা-উপধারা জানি না, আমার জানার দরকার নাই। গুগল সার্চ করলে আমি দেখতে পারি কোন ধারায় কী আছে। আমরা যে পদ্ধতিগত সমস্যাগুলোর কথা বলছি, এগুলো কি আপনারা জানেন না? অনেকে বলে, এই কমিশন হয়ে গেছে সালাহউদ্দিন কমিশন। সে রকম যেন না হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, নতুন করে সংবিধান লিখতে হবে। পুরোনো সংবিধানে এত পরিবর্তন আনা সম্ভব নয়। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি থাকতে হবে। শুধু অঙ্গীকার দিয়ে মুখের কথায় এটা বাস্তবায়ন হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ!

২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ!