সুনামগঞ্জ , রবিবার, ০২ নভেম্বর ২০২৫ , ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনমনে স্বস্তি, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা দোয়ারাবাজারের আলীপুর থেকে নূরপুর কাঁচা রাস্তাটির কারণে দুর্ভোগে কয়েক হাজার মানুষ ১৪ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৪০ জন নিজেদের ‘দুর্গ’ কব্জায় নিতে চায় বিএনপি, মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত ২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ! অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৬ ছাতকে রিভলবার ও বিস্ফোরক উদ্ধার আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি-না সন্দেহ আছে : রিজভী ‘ধানের শীষ’ প্রত্যাশীরা মাঠে সরব ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ সাত বছরেও শেষ হয়নি ১৩০ কোটি টাকার দুই সেতুর নির্মাণকাজ নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে : প্রধান উপদেষ্টা নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন মোহনপুর-কাঠইর সড়ক বেহাল চলাচলে ভোগান্তির শেষ নেই

শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে সভা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৭:৪৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৭:৪৭:৩৬ পূর্বাহ্ন
শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, শিশুরা ভবিষ্যতে এ দেশের যারা দায়িত্ব গ্রহণ করবে, তাদের জন্য সরকার এই শিশুশ্রম নিরুৎসাহিত করেছে। তিনি বলেন, আমরা চাই প্রত্যেক শিশু তাদের সহজাত প্রবৃত্তির মাধ্যমে পূর্ণ স্বাধীনতা নিয়ে স্বাভাবিকভাবে বেড়ে উঠুক। তিনি বলেন, শিশুদের ইচ্ছে করে শিশুশ্রমে যুক্ত করা হয় না। নানা কারণে শিশুরা শিশুশ্রমে জড়িয়ে পড়ে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এনডিসি ও সিনিয়র সচিব মমতাজ আহমেদ। তিনি বলেন, শিশু শ্রম বন্ধ করা এই নয় যে, মায়ের সাথে ঘর সংসারের কাজ বন্ধ করে দেয়া। শুধু লেখাপড়ার প্রতি নজর দেয়া। তিনি বলেন, প্রত্যেক শিশু স্কুলের ব্যাগ গুছিয়ে রাখা, জামা-কাপড়, খাতা-কলম, টেবিল গুছিয়ে রাখা, নিজের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ঘরের ছোট-খাটো কাজ করলে শিশু শিখে নিতে পারবে। এটা শিশুদের শিক্ষণীয় কাজ। প্রত্যেক শিশুদের ছোটখাটো কাজ করলে শেখার আগ্রহ বাড়ে। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশনের এক অনুষ্ঠানে একটি এলাকা বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার কথা শুনেছি। যারা মেয়েরা বড় হচ্ছে তারা যেন বাল্যবিবাহের আওতায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, দিনমজুর মা-বাবা যখন শিশু কোলেপিঠে করে কাজে যান। তখন শিশুদের ভালমন্দের প্রতি, তার সুবিধা অসুবিধা বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচিতে যদি শিখনের কোনো কাজ থাকে। তখন সেগুলো বেশি করে চালু করার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইসিবিসি প্রকল্প পরিচালক) আব্দুল কাদির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। সভা উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর জুনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জয় সিংহ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ন্যাশনাল কো-অর্ডিনেটর জামাল উদ্দিন, সিলেট এরিয়া প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার কাজল দ্রং।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
১৪ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৪০ জন

১৪ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৪০ জন