জামেয়া ইসলামিয়া লামাসানিয়া মাদ্রাসায় আলিম শ্রেণির উদ্বোধন
- আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২২:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২২:৪৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে জামেয়া ইসলামিয়া লামাসানিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির উদ্বোধন ও পাঠদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।
প্রতিষ্ঠান অধ্যক্ষ মাওলানা আব্দুর রশীদের সভাপতিত্বে ও শিক্ষক পাবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পাঠদান পরিচালনা করেন কলাউড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুছ সাত্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের চরিত্র গঠন ও আত্মিক উন্নয়নের পথপ্রদর্শক। আজ যারা আলিম শ্রেণিতে পদার্পণ করেছো মনে রেখো, অধ্যবসায়, সততা ও নৈতিকতা ছাড়া প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেহপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হক নমু, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশীদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সদস্য আব্দুল হান্নান, ইউপি সদস্য মোশাররফ হোসেন, প্রতিষ্ঠান গভর্নিংবডির সভাপতি ও ইউপি সদস্য কামরুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ