সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

অন্যায় সুপারিশ নিয়ে কেউ আমার অফিসে আসবেন না : নবাগত পুলিশ সুপার

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ১২:৩৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ১২:৩৭:২৪ পূর্বাহ্ন
অন্যায় সুপারিশ নিয়ে কেউ আমার অফিসে আসবেন না : নবাগত পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান বলেছেন, অন্যায় সুপারিশ নিয়ে কেউ আমার অফিসে আসবেন না। আমি সুনামগঞ্জে এসেছি, সুনাম নিয়ে ফিরে যাবো। তিনি বলেন, অপরাধ দমনে জনগণই পুলিশ। পুলিশ যেমন অপরাধীকে ধরতে পারে, তেমনি জনগণও অপরাধীকে ধরিয়ে দিতে পারেন। পুলিশ সুপার বলেন, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার অন্তর্ভুক্ত ধোপাজান নদীর লিজ নেই। টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে এই সরকারি সম্পদ বালু-পাথর রক্ষা করা হবে। সোমবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান বলেন, আমি সুনামগঞ্জে এসেছি। আমি সুনামগঞ্জের বাসিন্দা হিসাবে কাজ করতে চাই। যেমন আপনারা চান সুনামগঞ্জের পরিবেশ অপরাধমুক্ত থাকতে। এই জন্য আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। একাধিক সাংবাদিককে আসামি করে সুনামগঞ্জের আদালতে যে মামলা হয়েছে, এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, সাংবাদিক, পুলিশ, ছাত্র, নেতা-কর্মী বা ব্যবসায়ী যেই হোক না কেন অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আদালত থেকে এই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন বলেও সাংবাদিকদের জানান। এ সময় সাংবাদিকেরা এই মামলার সুষ্ঠু তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান বলেন, তাহিরপুরের যাদুকাটা নদী ও ধোপাজান চলতি নদীর লীজ দেওয়ার বিষয় জেলা প্রশাসক দেখেন। আমি আলাপ করেছি, টাস্কফোর্স গঠন করে অভিযান করা হবে। চাঁদাবাজসহ সকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার বলেন, ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবাধে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চাঁদাবাজি করা হচ্ছে এবং যাদুকাটা নদীরপাড় কেটে গ্রামের চিত্র পাল্টে দিয়েছে। বিভিন্ন গ্রুপে অবৈধ ফায়দা লুটছে। এসব খবর আমার কাছে আছে। তা খুঁজে বের করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান আরও বলেন, শহরকে যানজটমুক্ত করতে ট্রাফিক পুলিশের সাথে বৈঠক করে লেগে থাকা যানজটের সুষ্ঠু সমাধান বের করা হবে। একই সাথে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিমের সাথেও আলোচনা হয়েছে। তবে শহরের হাছন তোরণ থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের কাজ শুরু হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ হয়েছে বলে জানান তিনি। সবশেষে সুনামগঞ্জে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করার বিষয়ে তিনি জানান। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাড. আইনুল ইসলাম বাবলু, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পংকজ দে, সাংবাদিক রওনক বখত, লতিফুর রহমান রাজু, মাসুম হেলাল, আল হেলাল, শহীদ নুর আহমদ, মাহবুবুর রহমান পীর, এ.আর জুয়েল, এমরানুল হক চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল