দোয়ারাবাজারের মৌলা নদীতে চর সৃষ্টিতে পানি প্রবাহ বিঘ্নিত, হুমকির মুখে সেতু, বসতবাড়ি
- আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১১:৫৬:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১১:৫৬:১০ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার-বাঁশতলা সড়কের মৌলা নদীর ব্রিজটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। নদীর পূর্ব দিকে পানির স্রোতে ব্রিজের খুঁটি কেটে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে পশ্চিম দিকে চর জেগে ওঠায় পানির স্বাভাবিক প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে, ফলে আশেপাশের বসতবাড়ি ও ব্রিজ হুমকির মুখে রয়েছে।
এলাকাবাসীর পক্ষ থেকে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন জানানো হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
আবেদনকারীরা জানিয়েছেন, ব্রিজটি ধসে পড়লে কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়বে।
মৌলারপাড় গ্রামের রফিক মিয়া জানান, চরের কারণে পানির স্রোতে আটকে যাচ্ছে। এতে ব্রিজসহ অন্তত ১০টি পরিবার ঝুঁকিতে রয়েছে। পাহাড়ি ঢলে ঘরবাড়ি ভেসে যেতে পারে।
একই গ্রামের ঝর্ণা আক্তার বলেন, আমরা কয়েকটি পরিবার ভয়ে দিন কাটাচ্ছি। দ্রুত চর কেটে দেওয়ার দাবি জানাই।
স্থানীয় বাসিন্দা হারুন মিয়া, দেলোয়ার হোসেন, শাহীন মিয়া, রিপন মিয়া ও আজিজ মিয়া বলেন, চর সৃষ্টি হওয়ায় পানির প্রবাহ বিঘ্নিত হয়ে ব্রিজ ও বসতবাড়ি উভয়ই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
রাঙাউটি গ্রামের আমীর আলী, কলাউড়া গ্রামের সুন্দর আলী ও সাহেব আলী জানান, চর দ্রুত অপসারণ না হলে শুধু ব্রিজ নয়, হাওরের ফসলও ব্যাপক ক্ষতির মুখে পড়বে।
এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, বিষয়টি আমরা অবগত আছি। নদীর চর কাটার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি-কে অবহিত করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ