দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ও কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত
- আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:৩০:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:৩০:১৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের বংশীকুন্ডা বাজারে ২নং বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপিতে ৪৫৯ জন ভোটার রয়েছেন। নির্বাচনে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন প্রার্থী। দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠানের পর সভাপতি শাহেবুর আলম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেনোয়ার হোসেন (চশমা) প্রতীকে পেয়েছেন ১৯৩ ভোট। সভাপতি পদে বিজয়ী হয়েছেন শাহেবুর আলম।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম, সাধারণ স¤পাদক পদে বিজয়ী হয়েছেন এনামুল গণি রুবেল, সহ-সাধারণ স¤পাদক পদে ইমারত হোসেন সওদাগর এবং সাংগঠনিক স¤পাদক পদে বিজয়ী হয়েছেন রাসেল মিয়া।
নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আবু হায়াত বলেছেন এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে স¤পন্ন হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন কমিটিতে কোনো আওয়ামী লীগ দোসরদের স্থান নেই। যদি অভিযোগ পাওয়া যায়। তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, কিছু ত্যাগী নেতা-কর্মীরা অভিযোগ করে জানান, ইউনিয়ন বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগ দোসর রয়েছে। তারা ও নির্বাচনে ভোট প্রয়োগ করেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ