সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ শিবিরের বিরুদ্ধে বিশ্বম্ভরপুরে অ্যাড. আব্দুল হকের গণসংযোগ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা ৩ দিনের রিমান্ডে জমিয়ত নেতা আব্দুল হাফিজ তৃণমূলে আরও শক্তিশালী হচ্ছে বিএনপি কমছে মাছের উৎপাদন, পেশা বদলাচ্ছেন জেলেরা ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ছায়ানটে গাইবেন রণেশ ঠাকুর ও সোহেল রানা দোয়ারাবাজারে ট্রাকজটে করুণ মৃত্যু মায়ের কোলেই নিভে গেল নতুন প্রাণ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার হাওরে বিশ্ববিদ্যালয়! জমিয়তের অপরাংশের নেতা আব্দুল হাফিজ গ্রেফতার, সাত দিনের রিমান্ডের আবেদন তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড বিশ্বম্ভরপুরে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা টাঙ্গুয়ার হাওরে ‘দায়িত্বজ্ঞানহীন ট্যুরিজমে’ মনঃক্ষুণ্ণ উপদেষ্টা ফরিদা আখতার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনার তদন্ত ও আইসিইউ চালুর দাবি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদণ্ড জামালগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন ৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ
ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে নেতৃত্ব

তৃণমূলে আরও শক্তিশালী হচ্ছে বিএনপি

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৭:৫৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:২৬:৪৪ পূর্বাহ্ন
তৃণমূলে আরও শক্তিশালী হচ্ছে বিএনপি
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা হচ্ছে। এতে কোন্দল নিরসনের সঙ্গে তৃণমূল বেছে নিচ্ছে তাদের যোগ্য নেতা। সাংগঠনিকভাবেও গণতান্ত্রিক চর্চার বিকাশ হওয়ায় প্রশংসা করছে রাজনৈতিক দল ও সুধীজন।

সম্প্রতি জেলার বিভিন্ন ইউনিয়নে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করতে দেখা গেছে বিএনপিকে। নেতৃত্ব নির্বাচনের সম্মেলন তৃণমূল বিএনপিতে উৎসব ডেকে এনেছে, সেই সাথে বাড়ছে সাংগঠনিক শক্তি। একইসাথে জেলা ও উপজেলার দলীয় নেতাদের তদবিরের বদলে তৃণমূলের আস্থা অর্জনে কাজ করতে দেখা গেছে নেতৃত্বপ্রত্যাশীদের। তৃণমূলের এই উচ্ছ্বাস ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। সুনামগঞ্জ জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যে জেলার সকল উপজেলা, পৌরসভায় সাংগঠনিক ইউনিট ঘোষণা করা হয়েছে। প্রতিটি ইউনিট ওয়ার্ড ভিত্তিক কর্মী সম্মেলন করছে। এখন বিভিন্ন উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো ইউনিয়ন কমিটিও সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করছে। দলীয় গঠনতন্ত্র মেনে কাউন্সিলর নির্বাচন করে বিভিন্ন ইউনিয়নে সরাসরি ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হয়েছে। এতে নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতার পাশাপাশি সংগঠনে গণতন্ত্র ফিরেছে এবং তৃণমূলের মতামত বাস্তবায়িত হচ্ছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। গত ৬ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ও ৪ সেপ্টেম্বর দক্ষিণ বড়দল ইউনিয়নেও বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুই ইউনিয়নের এই সম্মেলন উৎসবে রূপ নেয়। ভোটার তালিকা ধরে কাউন্সিলররা ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করেছেন। এভাবে অন্যান্য উপজেলায়ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপির দায়িত্বশীল সূত্র।
সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সেলিম বলেন, উৎসবমুখর পরিবেশে আমাদের সম্মেলন সম্পন্ন হয়েছে। এই সম্মেলনে উপজেলা কমিটির নেতৃবৃন্দ সবার মতামতের ভিত্তিতে উন্মুক্ত সভায় নেতৃত্ব বাছাই করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই করায় তৃণমূলও উজ্জীবিত। কমিটিও কোন্দলমুক্ত হয়েছে। এতে দল সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হচ্ছে।

তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সম্মেলনে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত নাসির আহমদ বলেন, বিএনপিতে তৃণমূলে এখন নেতৃত্ব বাছাই হচ্ছে ভোটাভুটির মাধ্যমে। আমিও ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এতে আমিও আনন্দিত এবং আমার নেতাকর্মীরাও আনন্দিত। প্রত্যন্ত এলাকায় আমাদের দল এভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই করায় দলের সবাই খুশি।

সুনামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোরশেদ আলম বলেন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র থেকে প্রান্ত সর্বত্রই গণতন্ত্রের চর্চা করছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব বাছাই করা হচ্ছে। এতে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসছে। যারা আগামীদিনের সুখি ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তবাদী শক্তির সাহসী সারথী হবেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা দিয়েছেন সেখানে গণতান্ত্রিক মূল্যবোধই প্রধান। আমাদের তৃণমূলও এই শিক্ষা নিয়ে রাজনীতিতে চর্চা করছে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত করছি নেতা। এই ধারা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ দিনের রিমান্ডে জমিয়ত নেতা আব্দুল হাফিজ

৩ দিনের রিমান্ডে জমিয়ত নেতা আব্দুল হাফিজ