মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১২:২৬:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১২:২৬:০২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা মহিলা দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের হয়ে ট্রাফিক পয়েন্ট প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানা আলম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জয়শ্রী দে বাবলী, সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, মানবাধিকার বিষয়ক সম্পাদক সুলতানা মনি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা রহমান, সাধারণ সম্পাদক মুরশেদা উদ্দিন, পৌর মহিলা দলের সভাপতি সাবরিনা, রুমানা রুমী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহিলা দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের দিন নয়, বরং কৃতজ্ঞতারও দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল নেত্রী-নেতাকর্মীদের, যাদের ত্যাগ ও পরিশ্রমে এই সংগঠন আজকের অবস্থানে এসেছে। মহিলা দল আমাদের স্বপ্ন, শক্তি এবং পরিচয়ের প্রতীক।
এসময় তারা আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ