দোয়ারাবাজারে পিতা-পুত্র গ্রেফতার
- আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১২:১৮:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১২:১৮:১৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন শামীম খান ও তার পুত্র শামছ খান। মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র স্থানীয় মোশাররফ হোসেনের ওপর লোহার পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও প্রায় ৭০ হাজার টাকার একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা আহত মোশাররফ হোসেনকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেছেন, মারামারির মামলার প্রেক্ষিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ