স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে মাদকবিরোধী 'কুকড়াপশী গ্রাম উন্নয়ন' কমিটি গঠন করা হয়েছে।
উপজেলায় গ্রামীণ সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে সুস্থ-সবল জীবনের পথে এগিয়ে নিতে এই মাদকবিরোধী "গ্রাম উন্নয়ন কমিটি” গঠন করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপশী গ্রামে সচেতন সকল শ্রেনীপেশার প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে এই মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে।
সভায় গ্রামের প্রবীণ মুরুব্বি আব্দুল মতিনের সভাপতিত্বে ও মাওলানা আলী আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মানিক মিয়া, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আক্তার হোসেন, স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ, কুকড়াপশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, কুকড়াপশী জামে মসজিদের সভাপতি মো. আলী কালা মিয়া ও সাবেক ইউপি সদস্য মো. সফর আলী।
এসময় কুকড়াপশী গ্রামে মাদক নির্মূল ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে ৫১ সদস্য বিশিষ্ট "কুকড়াপশী গ্রাম উন্নয়ন কমিটি" গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মো. মানিক মিয়াকে সভাপতি ও মাওলানা আলী আকবরকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
এসময় বক্তারা বলেন, মাদক আজ গ্রামীণ জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমাজ থেকে এ অভিশাপ দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমাদের গ্রামের অদূরেই সাচনাবাজার উচ্চ বিদ্যালয় এবং গ্রামের মধ্যে একটি মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি গ্রামের কিছু সংখ্যক উঠতি বয়সী ছেলেরা বিপদগামী হয়ে যাচ্ছে। তাই সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই কমিটি গঠন করা হয়েছে।
এসময় গৃহীত সিদ্ধান্তগুলো হলো:
১/ গ্রামে মদ,গাজা সহ সবধনের নেশা জাতীয় দ্রব্য বিক্রয় ও খাওয়া যাবে না।
২/ অসামাজিক ও ধর্ম বিরোধী কার্যকলাপ করা যাবে না।
৩/ বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে মাইক বা সাউন্ড বক্স বাজানো যাবে না।
৪/ সরকারী আইন অনুযায়ী বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।
৫/ স্কুল, মাদ্রাসা চলাকালীন সময়ে অযথা রাস্তায় আড্ডা দেওয়া যাবে না।
৬/ দোকানপাটে ক্যারাম খেলা বা অশ্লিল সিনেমা প্রদর্শন করা যাবে না।
৭/ রাত ৯ ঘটিকার পর উপযুক্ত কারণ ছাড়া রাস্তায় বা পাড়ায় দলবদ্ধ হয়ে আড্ডা দেওয়া যাবে না।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে মাদক বিরোধী "কুকড়াপশী গ্রাম উন্নয়ন কমিটি" গঠন
- আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:১৪:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:২৩:০৪ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ