বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:৫০:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:৫০:১৮ পূর্বাহ্ন

মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সোমবার বিকেলে ওই ইউনিয়নের মহিষখলা বাজারের গরুহাট্টা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এই সম্মেলনের আয়োজন করে। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাজাহান খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত।
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের সঞ্চালনে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন প্রমুখ।
সম্মেলনে এই ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের গোপন ভোটে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মোক্তার হোসেন ৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল হোসেন পেয়েছেন ৩০ ভোট। আর বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ হোসেন পেয়েছেন ১২০ ভোট। মধ্যনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু এই ফলাফলের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ