সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার হাওরে বিশ্ববিদ্যালয়! জমিয়তের অপরাংশের নেতা আব্দুল হাফিজ গ্রেফতার, সাত দিনের রিমান্ডের আবেদন তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড বিশ্বম্ভরপুরে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা টাঙ্গুয়ার হাওরে ‘দায়িত্বজ্ঞানহীন ট্যুরিজমে’ মনঃক্ষুণ্ণ উপদেষ্টা ফরিদা আখতার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনার তদন্ত ও আইসিইউ চালুর দাবি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদণ্ড জামালগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন ৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ দিরাইয়ে তিন ভাগে বিভক্ত বিএনপি শীঘ্রই একটি নির্দিষ্ট সময় হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হবে : উপদেষ্টা ফরিদা আখতার ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল দিরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩ দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন
মুশতাক আহমদ হত্যা মামলা

জমিয়তের অপরাংশের নেতা আব্দুল হাফিজ গ্রেফতার, সাত দিনের রিমান্ডের আবেদন

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:২৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:২৭:৪১ পূর্বাহ্ন
জমিয়তের অপরাংশের নেতা আব্দুল হাফিজ গ্রেফতার, সাত দিনের রিমান্ডের আবেদন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে আলোচিত জমিয়ত নেতা মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। আব্দুল হাফিজ জমিয়ত নেতা সৈয়দ তালহা আলমের অনুসারী ও একই গ্রুপের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, ২ সেপ্টেম্বর রাতে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর দিরাই উপজেলার শরীফপুর গ্রাম সংলগ্ন মরা সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে জমিয়ত নেতা আব্দুল হাফিজকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ৭ সেপ্টেম্বর দিরাই থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রুবি বেগম। এর প্রেক্ষিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, গ্রেফতারকৃত আব্দুল হাফিজকে সোমবার বিকেল ৪টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুনামগঞ্জ আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে। আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালতের বিচারক। এদিকে আব্দুল হাফিজকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে আদালত এলাকায় জড়ো হতে থাকেন জমিয়ত উলামায়ে ইসলামের নেতাকর্মীসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা। এসময় তারা মুশতাক আহমদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। গ্রেফতারকৃত আব্দুল হাফিজকে আদালতে নিয়ে আসার সময় উত্তেজনা দেখা দেয়। এসময় বিক্ষোভকারীরা আসামিকে উদ্দেশ্য করে ডিম ও বোতল ছুড়েন। পরবর্তীতে জমিয়তের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মাওলানা মুশতাক আহমদের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এজাহারভুক্ত আসামি আব্দুল হাফিজকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো. আকবর হোসেন বলেন, মাওলানা মুশতাক আহমদের মৃত্যুর ঘটনায় থানায় গ্রেফতারকৃত আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন। আদালত আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার হাওরে বিশ্ববিদ্যালয়!

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার হাওরে বিশ্ববিদ্যালয়!