স্টাফ রিপোর্টার::
শান্তিগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুশতাক আহমদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিস শাখার আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রতীকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমানের সভাপতিত্বে কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি শায়খ আলী হাসান উসামা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ।
উপজেলা সহসভাপতি হাফিজ মাওলানা রশীদ আহমদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিলেট মহানগর সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা আকিক হোসাইন, মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, অফিস সম্পাদক মাওলানা আলী খান, উলামা বিষয়ক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী,তাহিরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুশ শহীদ, জগন্নাথপুর পৌর সভাপতি মাওলানা সুহেল আহমদ চুনু, শান্তিগঞ্জ উপজেলা সহসভাপতি মাওলানা ওলীউজ্জামান, হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুন রশীদ, জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মিল হোসেন, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম, জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক মোঃ আমীনুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ মাওলানা মুজিবুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা সহসভাপতি মাওলানা ফারুক আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, হাফিজ মাওলানা আবু তাজওয়ার, ও ডা. মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সিদ্দিকুর রহমান, ক্বারী হোসাইন আহমদ, মাওলানা মোফাজ্জল করীম, আব্দুল বারী খসরু, মাওলানা মাসুক আহমদ, মাওলানা রুহুল আমীন, মিসবাহ উদ্দিন, মুফতি নাসির উদ্দিন, মাওলানা শিব্বির আহমদ, মোঃ গয়াস মিয়া ও ছাত্র মজলিস উপজেলা সভাপতি জাহিদ হাসান প্রমূখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
“জনতার ঢল শান্তিগঞ্জে, সংসদ সদস্য পদপ্রার্থী মুশতাক আহমদের মহাসমাবেশ”
- আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১১:২৭:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১১:২৯:০৯ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ