দিরাইয়ে ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ঘিরে চলছে প্রচারণা
- আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন

দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার ৯ ইউনিয়ন বিএনপির সম্মেলন কেন্দ্র করে ইউনিয়ন নেতৃত্বের প্রত্যাশী প্রার্থীরা এখন ভোটারের দুয়ারে, চলছে ব্যাপক প্রচারণা। উপজেলার প্রতিটি হাটবাজার এমনকি গ্রামে গঞ্জে, চায়ের আড্ডায় সর্বত্রই বিএনপির ইউনিয়ন সম্মেলন নিয়ে আলোচনা। উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চালাচ্ছেন জোর প্রচারণা।
বিএনপির একাধিক দায়িত্বশীলরা জানান, উপজেলার ৮ ইউনিয়নে সভাপতি, সহসভাপতি, সাধারণ স¤পাদক, যুগ্ম সাধারণ স¤পাদক ও সাংগঠনিক পদে মনোনয়নপত্র ১১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু ও ১৯ সেপ্টেম্বর রাজানগর ইউনিয়ন বিএনপির সম্মেলনর মধ্য দিয়ে কমিটি গঠন শেষ হবে। ইতিমধ্যে উপজেলা বিএনপির আহবায়ককে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সকাল ১০ টাকা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা হবে। নির্বাচন কমিশন ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি স¤পন্ন করেছে বলে জানাগেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ