জেলার ৪২৪টি মন্ডপে হবে দুর্গাপূজা
- আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:১৪:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:১৪:২৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, উচ্চ শব্দে গানবাজনা (ডিজে পার্টি) বন্ধ রাখা, পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক রাখা, নামাজের সময় গানবাজনা-মাইক বন্ধ রাখাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয় এ বছর সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ৪২৪টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাফাত হাসনাইন জুবেরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, দৈনিক উত্তরপূর্ব’র জেলা প্রতিনিধি তানভীর আহমেদ প্রমুখ।
সভায় জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজিত দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, এডভোকেট প্রসেনজিৎ দে, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিজন কুমার দেব, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে স্বপন বর্মণ, শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত টপ্পা, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে অনীশ তালুকদার, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভু রায়সহ বিভিন্ন কমিটির প্রতিনিধিরা তাদের প্রস্তুতির কথা তুলে ধরেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন করতে পারবো। তিনি আরও বলেন, গতবছর যে বিষয়টি লক্ষ্য করেছে যে দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন অনেকটাই দেরিতে করা হয়েছে। এবছর যেন প্রতিমা বিসর্জন দ্রুত সময়ের মধ্যে শেষ করা হয়। আমরা আশা করছি সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার দিপান্বিতা দেবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ