পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
- আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৮:৫২:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৮:৫২:২৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজাপুরা দরবার শরীফের হোসাইনীয়া কমিটি সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্বারী মোহাম্মদ হোসাইন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা:জি:আ:)।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী বলেন, সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য ষড়যন্ত্র চলছে। ইয়াহুদি, নাছারা গোষ্ঠী মুসলমানদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ইয়াহুদী-নাসারা গোষ্ঠী এরই মধ্যে অনেক মুসলমান দেশ ধ্বংস করে দিয়েছে। আমাদের দেশের উপরেও তাদের কুদৃষ্টি পড়েছে। এই মুহূর্তে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
তিনি বলেন, রাসুলুল্লাহ’র জীবন আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলনই মুক্তির একমাত্র রাস্তা। ১৫০০তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের এই দিনে আসুন সকলে ছোটখাটো দ্বিধা-বিভক্তি ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই।
সভায় বক্তব্য রাখেন অ্যাড. আব্দুর রইছ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসাইন, সেক্রেটারি মুফতি কে.এম শামীম আহমদ চৌধুরী, সাংগঠনিক স¤পাদক মুফতি কে এম নজরুল ইসলাম, সহ সাংগঠনিক স¤পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী, যুবনেতা মো. রাকীব উদ্দিন, হোসাইনীয়া কমিটি নেতা মো. বোরহান আহমদ চৌধুরী, সংবাদিক বজলুর রহমান, মাওলানা কাজী দেলোয়ার হোসাইন, আব্দুল মবিন মুহুরী, মো. রোকন উদ্দিন মুহুরী, ডা. সাইদুর রহমান, হোসাইনীয়া সংস্কৃতিক ফোরাম সদস্য মাওলানা মো. মেরাজ আলী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ