স্টাফ রিপোর্টার::
গেল ১৭ বছর দলীয় কোনও কর্মসূচি কিংবা কোন সম্মেলন হয় নি। দীর্ঘ ১৭ বছর পর সারা দেশে তৃণমূল বিএনপিকে সংগঠিত করতে চলছে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন। সম্মেলনে দলীয় পদপদবী বাগিয়ে নিতে, প্রার্থীরাও ছুটছেন তৃণমূল ভোটারদের দ্বারে দ্বারে। এরই ধারাবাহিকতায়,
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বশির উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহীনুল আলম শাহিন ও সাংগঠনিক সম্পাদক রূপন মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ- ১ (ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর ও তাহিরপুর উপজেলা) বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী আনিসুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান ও বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশনার হাজী সবুজ আলম, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও সিলেট সরকারি কলেজের ছাত্রদল সভাপতি মো. রায়হান উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের উজ্জ্বল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক সামায়ুন কবির, জাহাঙ্গীর আলম, তোজাম্মেল হক নাসরুম, আবুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি হজরত আলী প্রমুখ।
এদিকে প্রথম অধিবেশন শেষে দুপুর ২টা থেকে চলছে ভোটগ্রহণ.... বিস্তারিত জানতে চোখ রাখুন সুনামকন্ঠের অনলাইনে....
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
উৎসবের আমেজে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০২:৫২:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০২:৫৪:৩২ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ