মল্লিকপুরে অবৈধ পার্কিং বন্ধ ও বেহাল সড়ক সংস্কারে উদ্যোগ নিন
- আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৯:০৫:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৯:০৫:৫৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ পৌরসভার প্রবেশদ্বার মল্লিকপুর এলাকাটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। অথচ দুঃখজনক হলেও সত্য, এই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়ি পার্কিং, সড়কের বেহাল দশা, অপরিচ্ছন্নতা ও নিরাপত্তাহীনতার মতো সমস্যায় সাধারণ মানুষ জর্জরিত। এর ফলে শুধু যাত্রী ও পথচারী নয়, শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন।
গত মঙ্গলবার মল্লিকপুর হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে - এটি কোনো ক্ষুদ্র মহলের দাবি নয়, বরং জনস্বার্থসংশ্লিষ্ট একটি সমস্যা। বক্তাদের অভিযোগ অনুযায়ী, মল্লিকপুর বাস টার্মিনাল থেকে সিনথিয়া সিএনজি গ্যাস পাম্প পর্যন্ত সড়কের দুই পাশে অবাধে গাড়ি পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে। পাশাপাশি বেহাল সড়ক দিয়ে চলাচলে জনভোগান্তি তীব্র আকার ধারণ করেছে। উদ্বেগজনক বিষয় হলো, এমন সমস্যা দীর্ঘদিন ধরে চললেও যথাযথ কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব প্রকট।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা যথার্থভাবেই জেলা প্রশাসক, সওজ নির্বাহী প্রকৌশলী ও পৌর প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। প্রশাসনের উচিত হবে এই জনদুর্ভোগ নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। নিয়মিত ট্রাফিক মনিটরিং, অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা, সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতা রক্ষার ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। আমরা আশা করি, মল্লিকপুরবাসীর দীর্ঘদিনের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং অচিরেই বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ