১৭ সেপ্টেম্বর সুরমা নদীতে নৌকা বাইচ

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল সভা সঞ্চালনা করেন।
সভায় প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, বিএনপি নেতা আবুল মনসুর শওকত, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, শহীদনূর আহমেদসহ বিভিন্ন নৌকা বাইচ দলের সংশ্লিষ্টরা।
সভায় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ফারহান আবিদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমীন।
প্রতিযোগিতাকালে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন থাকবেন বলে সভায় জানানো হয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে না, আবার শুরু করতে চাই। সকলের সহযোগিতায় আমরা দর্শকদের সুন্দর একটা নৌকা বাইচ উপহার দিতে চাই।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ