জামালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৯:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৯:১৯ পূর্বাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক (স্বাক্ষর প্রাপ্ত) আজিজুর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক (স্বাক্ষর প্রাপ্ত) আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য এমদাদুল হক আফিন্দী, এডভোকেট শাহিনুর রহমান, নবী হোসেন, শামসুজ্জামান ধন মিয়া, নূরে আলম ফরাজি, গোলাম রব্বানী আফিন্দী, আলী আক্কাস মুরাদ, এমরান হোসেন রুবেল, ইকবাল হাসান তালুকদার, সাজ্জাদ মাহমুদ তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমদ, উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছবর আলী, বেহেলী ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক উসমান গণি, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, জামালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তালহা প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ