বিশ্বম্ভরপুরে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
- আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:৪৪:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:৪৪:৫৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের হাওর বিলাস প্রাঙ্গণে শিশুদের সাঁতার শেখানোর প্রশিক্ষণ ক্যা¤প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আলী হায়দার। এতে এলাকার অনেক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী, জমিয়তে উলামে ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি আবুল কাশেম সাঈদ প্রমুখ।
তাহিয়া একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফিউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও যে কোন প্রশিক্ষণ জীবনের লক্ষ্যপানে এগিয়ে যেতে বিরাট ভূমিকা রাখে। তাহিয়া একাডেমির এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শফিউল আলম জানান, এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং সুনামগঞ্জ শহরে অতি দ্রুত সময়ের মধ্যে সাঁতার প্রশিক্ষণ ক্যা¤েপর আয়োজন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ