ধর্ষণের অভিযোগে ইমাম আটক
- আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে পঞ্চম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রহমত আলী নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের একটি গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত ২৮ আগস্ট মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে মাওলানা রহমত আলীর বিরুদ্ধে। অভিযোগ ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও, রোববার সকালে মাদ্রাসায় এক সালিশ বৈঠকে জনতার তীব্র প্রতিক্রিয়ার কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসার অফিস কক্ষে তালাবদ্ধ করেন। পরে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। মাওলানা রহমত আলী লক্ষ্মীপুর ইউনিয়নের সুরিগাঁও জামে মসজিদের ইমাম এবং চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। তিনি হাবিবনগর গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ