কাজী শফিক হলি ডেইজ’র উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
- আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
কাজী শফিক হলি ডেইজ-এর উদ্যোগে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনী শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মুক্তারপাড়াস্থ সুনামকণ্ঠ কনফারেন্স হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ও শ্রেষ্ঠ সুপার আলহাজ্ব মাওলানা কাজী শাহেদ আলী। এতে বক্তব্য রাখেন আলহাজ্ব দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, ইমাম হাফিজ আতাউর রহমান লস্কর, সহকারী অধ্যাপক আবু তাহির মো. খালিদ, অধ্যাপক মোহাম্মদ আলী, ইমাম মাওলানা মফিজুর রহমান, শিক্ষক মাওলানা আহমদ আলী আনোয়ার, শিক্ষক ইসমাইল হোসেন, মুফতি মাওলানা জিয়াউর রহমান, জেলা বিএনপি নেতা নাদের আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দিস কাজী আমিন আত তাফহীম। দোয়া মাহফিলে ক্বেরাত পেশ হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজ এবং হামদ পেশ করেন রিদওয়ান আহমদ ফাহিম।
বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনী সারাজীবন বললেও শেষ হবে না। পৃথিবীর প্রখ্যাত লেখক সাহিত্যিক নবীর সিরত নিয়ে লেখালেখি করেছেন। এই লেখালেখিতে তারা লেখায় পূর্ণতা পেয়েছেন। বক্তারা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত যা ঘটেছে। তা আমাদের জন্য শিক্ষণীয়। বিদায় হজ্বের সময় রাসুলুল্লাহ (সা.) এমন কিছু কাজ করেছেন যা মানুষের জন্য কল্যাণকর।
আলোচনা শেষে বিশ্ব নবীর উপর দরুদ পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পেশ করেন সহকারী অধ্যাপক আবু তাহির মো. খালিদ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ