বিশ্বম্ভরপুরে নারীর ভূমি অধিকার বিষয়ক প্রশিক্ষণ
- আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:৪১:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:৪১:০৬ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (বিআরডিএস)-এর উদ্যোগে নারীর ভূমি অধিকার ও সামগ্রিক অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট পালাশ বাজার মা এন্ড আফরিন ক্যান্টিন সেন্টার এবং ৩০ আগস্ট সিরাজপুর বাগগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সিনিয়র সহকারী দুর্যোধন দাস, উন্নয়ন ও গণমাধ্যমকর্মী হাসান বশির, স্বাস্থ্যকর্মী সবিতা রানী, এনজিও প্রতিনিধি ফুলমালা ও বিআরডিএস ফ্যাসিলিটেটর এমদাদুল হক রনি বক্তব্য রাখেন।
বক্তারা নারীর সমঅধিকার, বিশেষ করে ভূমি অধিকারে নারীর অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ