১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ
- আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:০৭:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:০৭:৩৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের পৃথক অভিযানে ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার উত্তর ডলুরা ও ২৯ আগস্ট রাতে তাহিরপুর উপজেলার বারেকটিলা থেকে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। এর বাজার মূল্য দুই লাখ ৪৯ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা বিওপি সীমান্তের ১২১২/১০ পিলারের আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে উত্তর ডলুরা থেকে ১৩৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবির নারায়ণতলা বিওপি। জব্দকৃত মদের মূল্য ২ লাখ ২ হাজার ৫০০ টাকা। এছাড়া তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের চাঁনপুর বিওপির সীমান্তের ১২০২/৭-এস পিলারের আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরের বারেকটিলা থেকে ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। জব্দ করা ভারতীয় মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ