সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত
- আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৫২:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৫২:০৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক এবং সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রভাষক দুলাল মিয়া, আহমেদ নূর আলবাব, ব্যাংক কর্মকর্তা আক্কাছ আলী ও সার্জেন্ট অব. জিয়াউর রহমান।
গত ২৯ আগস্ট ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ৪৯তম মৃত্যুবার্ষিকী। শনিবার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আলোচনা ও কবিতা পাঠের আড্ডায় স্মরণ করা দ্রোহ, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। কবির প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানান সাহিত্য অনুরাগীরা।
অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন আহমেদ নূর আলবাব, শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, কবি মিটন কান্তি দাশ, আলী হায়দার, মুস্তাক আহমেদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ