স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে খেলাফত মজলিসের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার উত্তর ইউনিয়নের মমিনপুর বাজারে সুনামগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফজর আলীর সমর্থনে এই পথসভা অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিস জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ফজর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সম্পাদক মাওলানা মহিবুর রহমান শিবলু, শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাও. আতাউল হক, সদর বায়তুল মাল সম্পাদক শুয়াইব আহমদ, জামালগঞ্জ উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা সাঈদুর রহমান, সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা আইনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ জিয়াউর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা দেলোওয়ার হোসেন বিপ্লবী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী কাজী ইউসুফ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জ ১ আসন
জামালগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীর গণ-সমাবেশ
- আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১১:৫৫:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১২:৪৮:৫৯ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ