হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪২:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪২:২৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদার। সঞ্চালনা করেন ফ্রন্টের সদস্য সচিব অ্যাডভোকেট দিপঙ্কর বণিক সুজিত।
এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, রাজন তালুকদার, অজিত দাস, কৃষ্ণ মোহন রায়, রামকৃষ্ণ তালুকদার সবুজ, সুধাংশু শেখর দাস, ব্রজেশ রঞ্জন চৌধুরী, সাগর সরকার, পংকজ দাস, রমাকান্ত দাস, সজীব রায়, মানিক লাল দাস প্রমুখ। সভায় জেলার ১২টি উপজেলার কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ