স্টাফ রিপোর্টার ::
সক্রিয় সাংবাদিকদের সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩১ আগস্ট। মনোনয়ন জমা ও বাছাই শেষে মঙ্গলবার রাতে চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনে সভাপতি পদে বর্তমান দৈনিক যুগান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক কালের কণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার ও দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী। এছাড়াও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দিন ও বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ও শাহরিয়ার সুমন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক পদে মনোয়ার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে আনিসুজ্জামান চৌধুরী, আশিকুর রহমান পীর, মাসুম হেলাল ও শহীদনূর আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার এ কে কুদরত পাশা বলেন, মনোনয়ন জমা ও বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অন্য পদগুলোতে প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
৩১ আগস্ট সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন
সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন
- আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:৩২:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:৩৪:৪৫ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ