ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই
- আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:২৩:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:২৩:০১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের টানা ৩ বারের চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্য সচিব আলহাজ্ব আব্দুল ওয়াদুদ আর বেঁচে নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬:৫০ মিনিটের সময় সিলেট রাকিব রাবেয়া হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ভাতিজা মোশরাফ আলম মুসা জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছিলেন। তিনি দুইবার ভারতে গিয়ে সার্জারি করেন। অসুস্থ অবস্থা নিজ গ্রামের বাড়ি জানিগাঁওয়ে অবস্থান করছিলেন তিনি। সোমবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট রাগিব রাবেয়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই লাইফ সাপোর্টে তাকে রাখা হয়। মঙ্গলবার সন্ধ্যায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার দুপুর ২টায় নিজ গ্রামের বাড়ি জানিগাঁওয়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ