ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষক রথীন্দ্র কুমার দাস স্মরণে শোকসভা টিলা কেটে সরকারি জায়গায় ইউপি চেয়ারম্যানের বহুতল মার্কেট ছয় থানার ওসি বদলি কমিশনকে নজরে রাখবে রাজনৈতিক দলগুলো সালমান-আনিসুল হক ফের রিমান্ডে দেশের বিদেশি ঋণের পরিমাণ ১০৪ বিলিয়ন ডলারের কাছাকাছি বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তা দেবে জার্মানি হাওরকে বাঁচতে দিন আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর “অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, তবে তা সীমাহীন নয়” ইজারাকৃত সব জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ পদ হারিয়ে যুক্তরাজ্যে ফিরছেন আ.লীগ নেতারা সাবেক ৩ সিইসি’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক অন্তর্বর্তী সরকারকে যেকোনও সহযোগিতা করতে প্রস্তুত ইউনেস্কো কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রধান বিচারপতির ১২ নির্দেশনা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বিবেচনার অনুরোধ

হাইড্রোলিক হর্ন বাজছেই মোটরসাইকেলের হাইড্রোলিক হর্ন যেন আতঙ্ক, অতিষ্ঠ মানুষ

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৮:২৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৮:২৬:০৪ পূর্বাহ্ন
হাইড্রোলিক হর্ন বাজছেই মোটরসাইকেলের হাইড্রোলিক হর্ন যেন আতঙ্ক, অতিষ্ঠ মানুষ
শহীদনূর আহমেদ :: উচ্চ আদালতের নির্দেশনার পরও যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ হয়নি। এখনো উচ্চ শব্দের হর্ন বাজিয়ে ছুটছে যানবাহন। হর্ন বাজানোর ক্ষেত্রেও মানা হচ্ছে না এলাকাভিত্তিক নির্দেশিকা। এছাড়া হাইকোর্টের রায়ে হাইড্রোলিক হর্ন আমদানি ও বিক্রি বন্ধের নির্দেশ থাকলেও তা বন্ধ হয়নি। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানগুলোতে হরদম এ ধরনের নিষিদ্ধ হর্ন বিক্রি হচ্ছে। যানবাহনের হাইড্রোলিক হর্নের শব্দে একদিকে যেমন মানুষজন অতিষ্ঠ, তেমনি এসব যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে। এদিকে, সুনামগঞ্জে বেপরোয়া হয়ে ওঠেছে উঠতি বয়সের মোটরসাইকেল চালকরা। দ্রুত গতিতে মোটর সাইকেল চালনার পাশাপাশি হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দদূষণ করছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতাল এলাকায় কোনো বাছ-বিচার করছেন না। অযথা নিজেদের ইচ্ছেমতো বাজাচ্ছেন হর্ন। এতে অতিষ্ঠ মানুষজন। সচেতন নাগরিকরা এসব বেপরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। জানাযায়, হাইড্রোলিক হর্ন হচ্ছে উচ্চ মাত্রার শব্দ সৃষ্টিকারী বিশেষ হর্ন। আমেরিকান স্পিচ অ্যান্ড হেয়ারিং অ্যাসোসিয়েশন (আশা) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, মানুষের জন্য শ্রবণযোগ্য শব্দের সহনীয় মাত্রা সর্বোচ্চ ৪০ ডেসিবেল। কিন্তু হাইড্রোলিক হর্ন শব্দ ছড়ায় ১২০ ডেসিবেল পর্যন্ত। এর স্থিতি ৯ সেকেন্ডের বেশি হলে ক্ষতিকর হয়ে ওঠে। উচ্চমাত্রার শব্দে শ্রবণশক্তি হ্রাস, বধিরতা, হৃদরোগ, মেজাজ খিটখিটে হওয়া, বিরক্তি সৃষ্টি ও শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘœ ঘটতে পারে। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অযথাই হাইড্রোলিক হর্ন ব্যবহার অসহনীয় শব্দ সৃষ্টি করছে বেপরোয়া মোটরসাইকেল চালকরা। চালকদের বেশিরভাগরে বয়স ১৫-২৫ বছরের মধ্যে। শহরের উচ্চবিত্ত শ্রেণির ও স্কুলে কলেজ পড়–য়া উঠতি বয়সী এসব বাইকারদের মোটরবাইকের গতিও বেপরোয়া। হাইড্রোলিক হর্নের ব্যবহার বিধি সম্পর্কে তারা তেমন কিছু জানেনা। অনেকেই শখের বসে সাধারণ হর্ন বাদ দিয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহার করছেন। এদিকে হাড্রোলিক হর্নে অতিষ্ঠ বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দা ও পথচারীরা। সুনামগঞ্জ শহরের বড়পাড়ার বাসিন্দা আব্দুল বাছির বলেন, গতকাল হাসপাতাল পয়েন্ট ওষুধ কিনতে ফার্মেসিতে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে উচ্চ শব্দে তিনটি মোটরসাইকেল আরোহীসহ দ্রুত গতিতে কলেজের দিকে গেল। আমার মতো আরও অনেক পথচারী আতকে উঠছেন এমন বেপরোয়া শব্দে। জাহির আলী নামের হাছননগর এলাকার আরেক বাসিন্দা বলেন, উচ্চ শব্দে মোটরসাইকেল চালকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কম বয়সী এমন চালকরা স্কুল, হাসপাতাল মানে না। তাদের কাছে পথচারীকে মানুষ মনে হয়না। অবৈধ এই হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। হাইড্রোলিক হর্নের ব্যবহার সম্পর্কে একাধিক চালকের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা যে মোটরসাইকেল চালাই এটির সাথে সাধারণ হর্ন বেমানান। তাই এই হর্ন ব্যবহার করি। হাইড্রোলিক হর্নে মোটরসাইলে চালাতে ভাব আসে। হর্ন চালালে ট্রাফিক পুলিশ বাধা দেয়নি এমন প্রশ্নের উত্তরে ওই যুবকরা বলেন, এখন পর্যন্ত কেউ বাধা দেয়নি। এ ব্যাপারে সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের উপ-পরিদর্শক মহিবুর রহমান বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিষয়টি নিয়ে আমরাও বিপাকে আছি। বর্তমান পরিস্থিতিতে গত এক মাস ধরে কোনো মামলা বা অভিযান হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স