সুনামগঞ্জ , বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ , ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে মানা হচ্ছে না নির্দেশনা : টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা চলছেই নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়, পাঠদান ব্যাহত ঋণের চাপে বাড়ি ছাড়া, ফিরছেন লাশ হয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫ প্রাথমিক শিক্ষকরা গ্রামে থাকতে চান না, শহরে বদলি হতে চান : গণশিক্ষা উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা : অন্তর্বর্তী সরকার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায় আজ জেলা সিপিবি’র সম্মেলন এনএসআই সদস্য পরিচয়ে বিয়ে-প্রতারণা, তরুণ গ্রেপ্তার বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট

প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৩১:০১ পূর্বাহ্ন
প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম
শহীদনূর আহমদ::
সুনামগঞ্জ জেলার শিক্ষার হার দেশের অন্যান্য জেলার চেয়ে তলানীতে অবস্থান। শিক্ষার মানের দিক দিয়ে মাধ্যমিক পর্যায়ে কিছুটা উন্নতি হলেও প্রাথমিক পর্যায়ে এখনো ভঙ্গুর অবস্থা। দুর্গম যাতায়াত, অবকাঠামো উন্নয়ন না হওয়া, সামাজিক অসচেতনতা, শিক্ষক সংকটসহ নানা কারণ এর পেছনে দায়ি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে প্রাথমিক শিক্ষা বিভাগ পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে শিক্ষক সংকট। শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দুর্গম হাওরবেষ্টিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে। অনেক প্রতিষ্ঠানে দুই থেকে তিন জন শিক্ষক দিয়ে চলে পাঠ কার্যক্রম। কোথাও কোথাও একজন শিক্ষক দিয়ে কোনোভাবে চলছে পাঠদান কার্যক্রম। এতে সার্বিক শিক্ষা ব্যবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাওর অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন শিক্ষক সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাগিদ সচেতন মহলের।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৪৭৫টি। উল্লেখিত শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে সৃষ্ট পদের বিপরীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে শূন্য রয়েছে ১০০০ পদ। ৩০০-এর অধিক স্কুলে প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কাজ। প্রশিক্ষণ ও বদলি জনিত কারণে কিছু কিছু প্রতিষ্ঠানে একজন শিক্ষকে পরিণত হয়। যার সংখ্যা ২০ এর অধিক। তবে অন্য প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত দায়িত্বে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়ে এসে পাঠ কার্যক্রম স্বাভাবিক রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিক্ষক সংকট দূরীকরণে ব্যাপারে শীঘ্রই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিতে প্রস্তুত হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দ্রুত সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সুনামগঞ্জ জেলার শিক্ষক সংকট দূর হবে বলে জানান তিনি।
সম্প্রতি জেলার শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসনের এক সেমিনারে উঠে আসে প্রাথমিক শিক্ষা বিভাগের সমস্যার চিত্র। হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপর তাগিদ জানান বিভিন্ন মহল।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার খারাপ অবস্থা। এখানে শিক্ষক সংকট রয়েছে। ভৌগোলিক কারণে এখানে নানা সীমাবদ্ধতা রয়েছে। আমরা চাই এর আমূল পরিবর্তন। শিক্ষকরা তাদের সর্বোচ্চটা দিবেন। জেলা প্রশাসন সবদিক দিয়ে সহায়তা করবে। শীঘ্রই একটি বড় শিক্ষক নিয়োগ হবে। তখন শিক্ষক সংকট দূর হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম