সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ , ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে মানা হচ্ছে না নির্দেশনা : টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা চলছেই নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়, পাঠদান ব্যাহত ঋণের চাপে বাড়ি ছাড়া, ফিরছেন লাশ হয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫ প্রাথমিক শিক্ষকরা গ্রামে থাকতে চান না, শহরে বদলি হতে চান : গণশিক্ষা উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা : অন্তর্বর্তী সরকার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায় আজ জেলা সিপিবি’র সম্মেলন এনএসআই সদস্য পরিচয়ে বিয়ে-প্রতারণা, তরুণ গ্রেপ্তার বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব : ডিসি সারওয়ার আলম সীমান্তে ভারতীয় মোটরসাইকেল জব্দ

গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০১:৩১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০১:৩১:২১ পূর্বাহ্ন
গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম স¤পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহম্মদ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার নির্মল রায়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, গ্রাম আদালত ভ্রাতৃত্ববোধের একটি প্ল্যাটফর্ম, যেখানে শুধু দ্বন্দ্বের সমাধান নয়, পারস্পরিক সম্পর্কও দৃঢ় হয়। গ্রাম আদালতকে কার্যকর করতে ইউনিয়ন পরিষদ পর্যায়ে এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। ন্যায়বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে। পুলিশ সুপার তোফায়েল আহম্মদ বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবেই সমাধান করা সম্ভব, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক। এখানে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা মাত্র ২০ ও ১০ টাকা ফি দিয়ে নিষ্পত্তি করা যায়। সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সহজলভ্য ও কার্যকর করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০২৪-এর আলোকে জনগণকে সচেতন করার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন বাদাঘাটি দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, সাংবাদিক শাহজাহান চৌধুরী, একে কুদরত পাশা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, এসসি বালিকা বিদ্যালয়ের শিক্ষক আরমান হোসেন, কালেক্টরেট জামে মসজিদের ইমাম তাজুল ইসলাম, ব্র্যাকের সিনিয়র অফিসার এসএম মফিজুর রহমান, জেলা তথ্য অফিসের আব্দুল হাই, আইসিটি অধিদপ্তরের ইমরান হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের তাসলিমা আক্তার ও মো. আলমগীর হোসেন, জেলা সমাজসেবা অফিসের একে আজাদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম