সুনামগঞ্জ , বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ , ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে মানা হচ্ছে না নির্দেশনা : টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা চলছেই নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়, পাঠদান ব্যাহত ঋণের চাপে বাড়ি ছাড়া, ফিরছেন লাশ হয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫ প্রাথমিক শিক্ষকরা গ্রামে থাকতে চান না, শহরে বদলি হতে চান : গণশিক্ষা উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা : অন্তর্বর্তী সরকার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায় আজ জেলা সিপিবি’র সম্মেলন এনএসআই সদস্য পরিচয়ে বিয়ে-প্রতারণা, তরুণ গ্রেপ্তার বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট
শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০১:৩২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০১:৩২:২৪ পূর্বাহ্ন
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসনের উদ্যোগে ‘সুনামগঞ্জ জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সেমিনার সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সেমিনারে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, জেলা বিএনপি’র সদস্য অ্যাড. মোনাজ্জির হোসেন সুজন, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, ৭১ টিভি’র জেলা প্রতিনিধি শহীদ নুর আহমদ, শিক্ষক গোলাম মোস্তফা সর্দার প্রমুখ। সেমিনারে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভাল শিক্ষার্থী নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, চিন্তা তো খারাপ ফলাফল করা শিক্ষার্থীদের নিয়ে। তিনি বলেন, শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর শিক্ষার্থীদের স্কলারশিপ দেয়া হয়। আগামীতে জেলা পরিষদের উদ্যোগে স্কলারশিপ ভাল ফলাফলকারী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। তিনি বলেন, একজন শিক্ষক ভাল উদ্যোগ নিলে অনেক কিছু করতে পারেন। একজন ভাল শিক্ষকের একজন ভাল শিক্ষার্থী হয়। সে ভাল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়। এই জন্য শিক্ষায় সবাইকে আন্তরিক হতে হবে। মুখ্য আলোচকের বক্তব্যে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এবার এসএসসি পরীক্ষায় বিভাগে সুনামগঞ্জ ২য় স্থানে ছিল। সুনামগঞ্জের ফলাফল আরো ভাল হতো, কিন্তু হয়নি। এটার কারণ কোনো কোনো শিক্ষকের যে খাতা দেখার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালন করেছে কোনো কোনো শিক্ষার্থী। তারা শিক্ষার্থী দিয়ে খাতা দেখিয়েছেন। এই দোষ শিক্ষক ও কর্মকর্তাদের। কারণ, আমরা পাঠদানের বিষয় নিয়ে স্টাডি করি না। তাই আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, শিক্ষকদের আর্থিক মান বৃদ্ধি করলেই শিক্ষার মান বৃদ্ধি পাবে না। প্রয়োজন শিক্ষাদানের সঠিক মানসিকতা। একজন শিক্ষক নিজে চাপ্টার সম্বন্ধে জানতে হবে। এই জানার জন্য আমরা শিক্ষার উন্নয়নে স্থানীয়ভাবে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আরো করবো। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, চাকুরির দায়িত্ব সঠিকভাবে পালন করে হালাল বেতন নিতে হবে। তিনি বলেন, শিক্ষকদের ক্লাসকে যদি কোচিং সেন্টার মনে করে পাঠদান করেন, তবেই শিক্ষারমান ভাল হবে। শিক্ষার মানোন্নয়নে অবশ্যই শিক্ষকদের ভূমিকা নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, সুনামগঞ্জ জেলার শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ব্যবস্থা করা হবে। একই সাথে উপর ক্লাসের শিক্ষার্থীরা নিচের ক্লাসের শিক্ষার্থীদের পাঠদানের অভ্যাস গড়ে তোলতে হবে। তখন অনেক উপকার হবে। তিনি বলেন, ইংরেজি শিক্ষায় দক্ষতা বাড়াতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের। সেমিনারে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার, শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম