মোল্লাপাড়ায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ
- আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:০৪:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:০৪:৪৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমীরুল ইসলামের প্রচারণার অংশ হিসেবে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে খেলাফত মজলিস মোল্লাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিনুর রহমানের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ সাধারণ স¤পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আলী খান, সেক্রেটারি মাওলানা আতাউল হক, শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি জহুরুল ইসলাম, মোল্লাপাড়া ইউনিয়নের উপদেষ্টা ডা. আবুল খয়ের, রজব আলী, আব্দুল খালিক, সদর উপজেলা শাখার সহ-সেক্রেটারি শামসুল ইসলাম সেবুল, পৌর শাখার প্রশিক্ষণ স¤পাদক জিয়া বিন মদরিছ, খেলাফত মজলিস মান্নারগাঁও ইউনিয়ন সভাপতি নুর আহমদ মাসুম, শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সদস্য ওয়াহিদ, জুয়েল আহমদ হিরণ, লক্ষণশ্রী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রায়হান আহমদ, মাওলানা আবদুল হক, মাওলানা সাইদুর রহমান, নুরুল ইসলাম, হাফিজ ফখর উদ্দিন, হাফিজ মহিত, মোহাম্মদ আলী, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা সেজলুর রহমান, আবুল কালাম, মো. শামীম আহমদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ