শোক সংবাদ
এনামুল হক এনাম
- আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:০৩:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:০৩:১৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সংবাদপত্র বিপণন কর্মী এনামুল হক এনাম ইন্তেকাল করেছেন। শনিবার দুপুর ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, তিন ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সকাল ১০টায় জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হবে।
এদিকে, এনামুল হক এনামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, সাংবাদিক শামস শামীম, আকরাম উদ্দিন, তানভীর আহমেদ, সংবাদপত্র পরিবেশক মো. আব্দুল লতিফ, শফিকুল ইসলাম প্রমুখ। তারা এনামুল হক এনামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ