মামলা করে নিরাপত্তাহীনতায় ভিকটিমের পরিবার
দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
- আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:১৩:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:১৩:২৭ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে বখাটের বিরুদ্ধে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভিকটিমের পরিবার। জামিনে মুক্ত হয়ে আসামি আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ডাউকেরখাড়া গ্রামের ইলিয়াছ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৫) সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় মামলা (মামলা নং ১৬, তারিখ: ১৭/০৪/২০২৫) দায়ের করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন (মোকদ্দমা নং ৯৩/২৫)।
অভিযোগ রয়েছে, জামিন না পেয়ে অভিযুক্ত মোহাম্মদ আলী ও তার প্রভাবশালী স্বজনরা মামলাটি তুলে নিতে ভিকটিমের পরিবারকে প্রাণনাশ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, চুরি এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। এতে ভয়ে ভুক্তভোগী কিশোরী লেখাপড়া বন্ধ করে অন্যত্র আশ্রয় নিয়েছে।
ভিকটিমের পরিবারের দাবি, মামলা দায়েরের পর থেকেই তারা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন। পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, মামলাটি চলমান রয়েছে। আসামি পক্ষ যদি হুমকি দিয়ে থাকে, লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ