সুনামগঞ্জ , সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ , ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে মানা হচ্ছে না নির্দেশনা : টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা চলছেই নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়, পাঠদান ব্যাহত ঋণের চাপে বাড়ি ছাড়া, ফিরছেন লাশ হয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫ প্রাথমিক শিক্ষকরা গ্রামে থাকতে চান না, শহরে বদলি হতে চান : গণশিক্ষা উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা : অন্তর্বর্তী সরকার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায় আজ জেলা সিপিবি’র সম্মেলন এনএসআই সদস্য পরিচয়ে বিয়ে-প্রতারণা, তরুণ গ্রেপ্তার বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব : ডিসি সারওয়ার আলম সীমান্তে ভারতীয় মোটরসাইকেল জব্দ মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত চারটি নৌ-অ্যাম্বুলেন্স অকেজো একদিনও সেবা পায়নি চার উপজেলার মানুষ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৫৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৫৯:৫১ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প
শহীদনূর আহমেদ ::
সড়কের ধারণ ক্ষমতার চেয়ে অধিক যানবাহন, অপ্রশস্ত সড়ক, দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধিসহ নিরাপদ সড়ক নিশ্চিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ককে চার লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। বিগত সরকারের সময় সড়ক প্রশস্তকরণসহ চার লেনে উন্নীত করার উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। তবে এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি। ট্রাফিক ব্যবস্থার অপর্যাপ্ততা ও অনুপযোগিতার কারণ দেখিয়ে প্রকল্পটি বাতিল করে পরিকল্পনা কমিশন। সচেতনমহল বলছেন, তৎকালীন সরকারের জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতা ও সংশ্লিষ্ট দপ্তরের অদূরদর্শিতায় ভেস্তে গেছে চার লেন প্রকল্পটি।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানাযায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সুনামগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নীত করতে একটি প্রকল্প প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে পাঠায় সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। তবে প্রকল্পটি অনুপযোগী উল্লেখ করে সে বছরই ফেরত পাঠায় কমিশন। প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নে উপযোগিতা না থাকায় প্রকল্পটি প্রয়োজনীয়তা নেই বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক চার লেন প্রকল্প আপাতত হচ্ছে না। আমরা একটি প্রস্তাবনা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছিলাম। কিন্তু প্ল্যানিং কমিশন সেটি ফেরত পাঠিয়েছে। তারা এই প্রকল্পের প্রয়োজনীয়তা মনে করেননি। তবে সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি এ সড়ক চার লেনে উন্নীত করার। সড়কের দু’টি স্থানে চার লেন করা হচ্ছে। একটি শহরের ট্রাফিক পয়েন্ট থেকে হাসন তোরণ পর্যন্ত এবং অন্যটি শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে সদরপুর ব্রিজ পর্যন্ত। তবে, পুরো সড়কটি চার লেনে করতে আগামীতে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, সাম্প্রতিক সময়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে আশঙ্কাজনক হারে বেড়েছে দুর্ঘটনা। সড়কে ধারণ ক্ষমতার চেয়ে যানবাহন বৃদ্ধি, সরু ও সংকীর্ণ সড়ক- এগুলো দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
সড়ক চার লেনে উন্নীত করতে সরকারের দৃষ্টি কামনা করেছেন পরিবহন মালিক, শ্রমিকসহ যাত্রী সাধারণ ও সচেতন নাগরিকরা।
নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়ক এখন সবচেয়ে ব্যস্ততম সড়ক। এই সড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এর অন্যতম কারণ সড়ক অপ্রশস্ত। আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।
সুনামগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে সাম্প্রতিক সময়ে যানবাহন বেড়েছে। কিন্তু তার তুলনায় সড়ক অপ্রশস্ত। এটি চার লেনে উন্নীত করলে পরিবহন চলাচলে সুবিধার পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে আমাদের এলাকা সমৃদ্ধ হতো। সড়কপথ উন্নয়ন হলে আমাদের এলাকার জীবনমানও উন্নয়ন হবে। তাই, সিলেট-সুনামগঞ্জ সড়ক চার লেনে উন্নীত করতে সরকারের নিকট দাবি জানান এই পরিবহন নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন

ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন