স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা, রোগীদের প্রতি অবহেলা এবং চিকিৎসা সেবার অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে স্থানীয় জনসাধারণ ও ভুক্তভোগীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। হাসান আল মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আলতাফুর রহমান, আব্দুল কুদ্দুস, তোফায়েল আহমদ, হাফেজ আরিফুল ইসলাম, মারুফ আহমদ, আরিফ বাদশা, মুরসালিন, দ্বীন ইসলাম স্বপন, কামাল হোসেন, নজির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় দুই লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দুঃখের বিষয় হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দায়িত্বে চরম অবহেলার কারণে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে প্রতিনিয়তই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে উপজেলার স্বাস্থ্যসেবা প্রত্যাশীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জামালগঞ্জ হাসপাতালে নানামুখী অনিয়ম চলছে। চিকিৎসকরা ইমার্জেন্সি ও আউটডোরে ঠিক মতো বসেন না। প্রাইভেট চিকিৎসায় ব্যস্ত থাকেন ডাক্তাররা। টিএইচও এর দায়িত্ব অবহেলার কারণে প্রতিদিন ওষুধসহ নানা সমস্যার কারণে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতেই নানা অজুহাতে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। তাছাড়া পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় রোগীরা আরও ঝুঁকিতে পড়ছেন।
এ সময় বক্তারা হাসপাতালের অব্যবস্থাপনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু এর সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। এভাবে চলতে থাকলে গরিব মানুষ কোথায় যাবে? বিশেষ করে হাসপাতালের মাস্টাররুলে আয়া-বুয়া নিয়োগ, রোগীদের খাবার ব্যবস্থাপনা ও সরকারি ওষুধ বণ্টনেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। বক্তারা আরো বলেন, জরুরি বিভাগে এমবিবিএস কোনো চিকিৎসক উপস্থিত না থাকাতে অনেক রোগীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই বললেই চলে। বহির্বিভাগে প্রতিটি টেস্টে অতিরিক্ত ফি আদায়, ব্যান্ডেজ ও কাটা-ছেঁড়া হাসপাতালের ভেতরে না করে ব্যক্তিগত চেম্বারে করানো, ভর্তি রোগীদের আবাসন সমস্যা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের ব্যবসায়িক সিন্ডিকেট এবং হাসপাতালের ভেতরে দালালদের অবাধ প্রবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে দ্রুত হাসপাতালের সেবার মান উন্নয়ন, অনিয়মের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এদিকে মানববন্ধন শেষে বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
- আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৫৫:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:০২:৩৭ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ