বিশ্বম্ভরপুরের রোশনা হত্যা মামলা
ছেলের মৃত্যুদন্ড, মায়ের যাবজ্জীবন
- আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৫০:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৫০:০২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে আলোচিত রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড ও মায়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত মো. আরাধন মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার মৌয়াকুড়া গ্রামের আঃ মজিদের পুত্র এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি হলেন আরাধন মিয়ার মা শমলা বেগম ওরফে ছমলা।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেরেনূর আলী জানান, ২০১১ সালের ২১ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা মৃত তালেব হোসনের জমিতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে আসে। এসময় বাধা দিলে রোশনা বেগমের ঘাড়ে কোপ দেয় আরাধন, এতে ঘটনাস্থলেই রোশনা বেগম মারা যান। প্রায় ১৪ বছর বিচারকাজ স¤পন্ন হওয়ার পর বুধবার বিকেলে এই হত্যা মামলার রায় ঘোষণা হয়। আদালতের এমন রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. আবুল বাশার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ