সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
- আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৪৭:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৪৭:৪১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর-সিলেট সড়কে সিএনজি ও নোয়া গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ইয়াহিয়া মিয়া (৩৪) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গত সোমবার বিকেলে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদ-সিলেট সড়কের বাওনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই অটোরিকশা চালক জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার মৃত জাহিদ মিয়ার ছেলে। মঙ্গলবার (১৯ আগস্ট) বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৫টার দিকে জগন্নাথপুরগামী সিএনজিচালিত অটোরিকসা ও বিপরীত দিক থেকে আসা সিলেটগামী নোয়ার (ঢাকা মেট্টো-চ-১৫-২৮০১) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির চালক ইয়াহিয়া। এঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ