শহরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
- আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৪২:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৪২:২৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ-এর নির্দেশে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম-এর নেতৃত্বে পৌর শহরের ষোলঘর, ধারারগাঁও, কাজির পয়েন্ট, উকিলপাড়া এলাকায় বিশেষ তল্লাশি চালায় পুলিশ। অভিযানে উকিলপাড়ার আলিমাবাগ এলাকার ফখরুল আলম রিংকুর বাসায় প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ফখরুল আলম রিংকু (৪০) এবং নূর আলম বাঘা (২৩)-কে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। মাদক কারবারি ও চোরাকারবারিদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ